বরগুনা প্রতিনিধি :বরগুনা তালতলী উপজেলায় শারদীয় দূর্গা-পূজা এগিয়ে আসছে এর সাথে সাথে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।দিন দিন তাদের কাজ এগিয়ে চলছে।প্রতিটি মন্ডপে দ্রুত কাজ চলছে।উপজেলায় এবারে ১২টি মন্ডপে দূর্গা-পূজা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,উপজেলার প্রতিটি মন্ডপে দ্রুত প্রতিমা তৈরির কাজ চলছে।প্রতিমা তৈরির কাজে নারী পুরুষরা একসাথে কাজ করছে।প্রতিমা তৈরির কারিগররা গভীর রাত পযর্ন্ত কাজ করছে।
তালতলী পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. জগদীশ চন্দ্র শীল জানান,তালতলীতে ১২টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে একটি মন্ডপ বাদ পড়ে যায়। বাকি ১১টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে এবং কোথায় ও পুজা মন্ডপে রং এর কাজ চলছে আর কোথায় পুজা মন্ডপে কাজ সম্পুর্ন হয়েছে।এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপায়ন দাস শুভ জানান, দুর্গাপুজা ঘিরে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না হয় এর জন্য প্রশাসনের সার্বক্ষনিক নজরদারী থাকবে।