মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকার সময় তালতলী থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবছর তালতলী থানায় ১১টি মন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো তালতলী উপজেলা পূজা মণ্ডপ গুলি।
প্রতিটি মন্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার-ভিডিপি, সদস্যরা নিরাপত্তায় দ্বায়িত্ব পালন করবে। এছাড়া উৎসবকে আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপের স্বেচ্ছাসেবী কর্মীদের তৎপর থাকতে বলা হয়েছে।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ পুলিশ সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০