মো.মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধি:বরগুনা তালতলীতে শনিবার আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নােঙর এর আয়ােজনে তালতলী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জােমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মােতালিব, উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু, সমাজ সেবক মনির মাঝি, গােলাম মাওলা, উপজেলা নােঙর সদস্য রাফিউল ইসলাম হাইরাজ, সকিনা কােষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রবিউল ইসলাম, নিদ্রা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কড়ইবাড়ীয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শফিুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন নদী মার্তৃক বাংলাদেশ। এই নদীকে কেন্দ্র করে বেঁচে আছে হাজারও মানুষ। কিছু অসাধু, অসচেতন মানুষের জন্য নদী আজ বিপন্নের পথে। এর প্রভাবে প্রতিবছরই কোনা না কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই আগে নদীকে রক্ষা করতে হবে, নদী রক্ষা পেলে মানুষও রক্ষা পাবে,
নদী রক্ষার মাধ্যমে আমাদের বেঁচে থাকা ও ভাল থাকার মূল চাবিকাঠি রয়েছে।