নুরুল ইসলাম
কক্সবাজার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় বিশেষ অভিযানে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ জানায়, গত ১০ অক্টোবর সকালে অপহরণ চক্রের হাত থেকে পালিয়ে আসা তিনজন ভিকটিম তাদের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে। তবে তাদের সহযোগী আরও ৪ জন কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো—১. আক্তার হোসেন (৩৪), পিতা-জাফর আলম, সাং-হাতিয়ার ঘোনা, সদর ইউপি, টেকনাফ;২. মোঃ হামিম (২১), পিতা-মোঃ কাছিম, সাং-কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-০৪, উখিয়া;৩. আরাফাত উল্লাহ (২৬), পিতা-আব্দুর রহমান, সাং-বালুখালি রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প-১৯, উখিয়া।
র্যাবের প্রাথমিক তথ্যমতে, গ্রেফতারকৃতরা ভিকটিমদের বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফে এনে আটক করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। পরবর্তীতে ভিকটিমরা সুযোগ বুঝে পালিয়ে র্যাব কার্যালয়ে এসে আশ্রয় নেন এবং ঘটনার বিস্তারিত অভিযোগ করেন।
এ ঘটনায় ভিকটিম মোঃ মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, অপহরণ, মানবপাচার ও ডাকাতি প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।