ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন,

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, গাজীপুর থেকে

আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মধ্যরাতে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। এর প্রতিবাদে রবিবার দুপুরে টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর নেতৃত্বে বিক্ষোভকারীরা চেরাগ আলী মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে। মিছিলটি টঙ্গী পশ্চিম থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চেরাগ আলীতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, “নিষিদ্ধ” ঘোষিত ছাত্রলীগ রাতের অন্ধকারে মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। মিছিল চলাকালে “আওয়ামী লীগের বিরুদ্ধে একশন চাই”, “ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে হবে” ইত্যাদি স্লোগানে টঙ্গীর বিভিন্ন সড়ক প্রকম্পিত হয়।

রেদোয়ানুর রহমান প্রত্যয় ঢাকা ভয়েসকে বলেন, “গতকাল গভীর রাতে গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরের মতো মিছিল করেছে, যা প্রমাণ করে তারা দিনের আলোতে জনরোষের মুখে পড়তে ভয় পায়। আমরা গাজীপুর মহানগর ছাত্রদল দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, এখন থেকে শুধু দিনে নয়, রাতেও আমরা সজাগ থাকবো। কোনো অবস্থাতেই নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনগুলোকে রাস্তায় নামতে দেওয়া হবে না। আইন লঙ্ঘন করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ