রায়হান আলী :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা আজ ২৩/০৯/২০১৯ খ্রি. তারিখ বিকাল ৪ টার পর প্রকাশিত হবে।
প্রকাশিত রেজাল্ট এসএমএস এর মাধ্যমে জানতে হলে-
NU ATHN ADMISSION ROLL SEND TO 16222
ওয়েব সাইটের মাধ্যমে জানতে হলে ভর্তি রোল ও পিন নম্বর দিয়ে লগইন হতে হবে।
*জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় স্থান পাওয়ার পর করনীয়:
১ম মেধাতালিকায় চান্স পাওয়া শিক্ষার্থী আগামী ২৩/০৯/২০১৯ – ২৮/০৯/২০১৯ খ্রি. তারিখের মধ্যে অনলাইন থেকে ০২ পাতার ভর্তি ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৪/০৯/২০১৯ খ্রি. তারিখ থেকে ২৯/০৯/২০১৯ খ্রি. তারিখের মধ্যে কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।
** চুড়ান্ত ভর্তি ফরম পূরন করতে প্রয়োজনঃ
(০১) ভর্তির রোল ও পিন (০২) অভিভাবকের নাম (০৩) অভিভাবকের মোবাইল নাম্বার,
(০৪) অভিভাবকের বার্ষিক আয় (০৫) স্থায়ী ও বর্তমান ঠিকানা।
** চুড়ান্ত ফরমের সাথে কলেজে প্রয়োজনীয় কাগজপত্র :
ক) এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশিটের ফটোকপি ০২ কপি করে।
খ) এসএসসি ও এইচএসসি পাশের প্রশংসাপত্রের ফটোকপি-০২ কপি করে।
গ) এইচএসসি পাশের মূল মার্কশিট (বিভাগে সংরক্ষণের জন্য)।
ঘ) পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ছবি ২টি।
ঙ) ১টি বড় খাম, খামের উপর নাম, ঠিকানা ও মোবাইল নং লিখে দিবেন।
** বি:দ্র: এইচএসসি পাশের মূল মার্কশিট ছাড়া কোন কলেজেই ভর্তি হওয়া যাবে না। আর যারা পূর্বে কোন কলেজে ভর্তি আছেন তাদের অবশ্যই আগামী ২৬/০৯/২০১৯ খ্রি. তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে। বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন একবারই করা যায় এবং মাইগ্রেশন (আসন খালি থাকা সাপেক্ষে) পছন্দক্রমের উপরের দিকে পরিবর্তন হয়।
** ০১/১০/২০১৯ খ্রি. তারিখ হতে ক্লাশ শুরু