বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান ভূইয়ার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১১ জুন) বিকাল ৫ টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন ফেনী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান ভূইয়া। এ সময় তিনি বলেন, “কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিটি কর্মসূচিকে আমরা সর্বদা গুরুত্ব দিয়ে পালন করে থাকি। চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আজ আমরা ফেনী কলেজ প্রাঙ্গণে এই উদ্যোগ নিয়েছি। পরিবেশ রক্ষায় প্রত্যেককে এগিয়ে আসা উচিত। বৃক্ষ আমাদের শুধু অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও সহায়তা করে।”
এ সময় ফেনী সরকারি কলেজের পরিবেশ সচেতনতামূলক সংগঠন ‘ইয়ুথ নেটওয়ার্ক’–এর পরিবেশ ক্লাব শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মেহেদী হাসান আরাবী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমন ও ক্রীড়া সম্পাদক ইমাম উদ্দীন ভূইয়া তুষার। বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য মাহমুদুল হাসান ভূইয়া তাঁদের ধন্যবাদ জানান।
“সবুজে বাঁচুক দেশ, গাছেই হোক ভবিষ্যৎ নিরাপদ”—এই স্লোগানে ফেনী কলেজ ছাত্রদল ও পরিবেশ ক্লাবের যৌথ এ উদ্যোগ প্রশংসিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে । ভবিষ্যতেও ছাত্রদলের সব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মাহমুদুল হাসান ভূইয়া।