জাহিদুল ইসলাম পলাশ, ঝালকাঠি থেকে।
কেন্দ্র ঘোষিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আজ সকাল ১০টায় ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পুলিশী বাধায় আমতলা মোড়ে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পী,যুগ্ম সম্পাদক সরদার এনামুল হক এলিন,সদর থানার সিনিয়র সহ সভাপতি নজরুল তালুকদার,শহর বিএনপির সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপু,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কামাল মল্লিক,সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সরদার সাফায়েত হোসেন,যুগ্ম সম্পাদক আাজাদুর রহমান,সাংগঠনিক সম্পাদক এমামুল হক সাজু,জেলা ছাত্রদলের সহ সভাপতি কেশব সুমন সরকার,যুগ্ম সম্পাদক সৈয়দ সাকী প্রমুখ।
সমাবেশ বক্তব্যে মেহেদি হাসান খান বাপ্পী বলেন,অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে।অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে দূর্বার গনআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।