এম. এ ওয়াহিদ :
গত ২০ আগস্ট, ২০১৯ বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ডিউটিরত অবস্থায় এসআই মোঃ মোস্তাফিজুর রহমান একটি নবজাতক শিশুকে কুকুরের মুখ থেকে উদ্ধার করে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষনিক তার মায়ের সন্ধানে বের হন তিনি। এসময় জনতা ব্যাংকের সামনে থেকে নবজাতকের মাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় সনাক্ত করে মা ও শিশুকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
এছাড়াও গত ১৫ সেপ্টেম্বর, ২০১৯ সিএমপিতে কর্মরত নায়েক দেব রঞ্জন চাকমা চট্টগ্রাম সার্কিট হাউসে ডিউটিরত অবস্থায় একটি শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
মানব সেবায় এই অবদানের কারণে ২ জন পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় পুরস্কৃত করেন।