না হয়
নিটুল সিকদার
আমি ভোরের সূর্যের স্নিগ্ধ আলো নাহয় পেলাম না!
কিন্তু গোধূলির পরিশ্রান্ত আলোর আাশা তো করতেই পারি।
আমি প্রেমিকাকে পাওয়ার আশায় নিজেকে নাহয় পরিবর্তন করলাম না!
কিন্তু স্বার্থপর দুনিয়ার নিয়মের সাথে তো মানিয়ে নিতেই পারি।
আমি শ্রাবণের বৃষ্টিতে প্রেমিকার হাত ধরে নাহয় ভিজলাম না!
কিন্তু জ্যোৎস্নার মায়াবী চাঁদকে সাক্ষী রেখে দুঃস্বপ্ন তো দেখতেই পারি।
আমি বসন্তের কোকিলের সুরেলা গান নাহয় শুনলাম না!
কিন্তু ব্যাস্ত শহরের ভাগাড়ে দাঁড়ানো কাকের ডাক তো শুনতেই পারি।
জানি দ্বিধায় আছেন!ভাবছেন এই মাতালটা আবার কে?
আমি মাতাল নই,আমি স্বার্থপর দুনিয়ার মধ্যবিত্ত ঘরের ছেলে!
যার ঘর আছে,কিন্তু ঘরে থাকার সময় নেই।
মা আছে, কিন্তু মায়ের আচল নেই।
প্রেম আছে,কিন্তু প্রেমিকা নেই।
বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসযোগ্য মানুষ নেই।
তাই এই যান্ত্রিকতাময় দুনিয়ার সুখ নাহয় স্বার্থপরদের হোক!
আমি নাহয় এই প্রভাতে চললাম তাদের সুনিপুণ গোলাম হতে
কিন্তু সন্ধ্যার মৃদু আলোয় যখন পাখিরা ঘরে ফিরবে,
আমিও আসবো ক্লান্ত পথিকের বেশে সুখনিদ্রায় যেতে!