——————————–
দূর গগণে ঈদের শশী উদিত শীর্ণ মেঘের পাশে
ঈদের খুশিতে ধরায় জ্যোৎস্নার আলো প্রজ্বলিত হয় তারকায় ভরপুর আকাশে।
নব আমেজে সজ্জিত রয় সমস্ত গগণ
বুকের আকাশ জুড়ে কর চাঁদের অন্বেষণ।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এলো আনন্দের ঈদ,
উদযাপিত হোক সবার প্রয়াসে আসমানী তাগিদ।
মন হতে, উদার হৃদয়ে,মুক্ত হস্তে কর দান
সবাই সম্মিলিত ভাবে গাইব সাম্যের গান।
খুশির দোলা মনকে দোলায় মনের তালে তালে
মনের খুশি প্রাণ কেড়েছে বিষাদের বদলে।
শশী যেন সে শশীর ক’ণাআহ্লাদে আটখান
ঈদের খবর জানিয়ে, সে জয় করেছে প্রাণ।
চাঁদের পানে দেখছে সবাই চোখের নির্নিমেষে
ঈদের খুশিতে ধরায় জ্যোৎস্নার আলো প্রজ্বলিত হয় তারকায় ভরপুর আকাশে।
ঈদের আমেজ ছড়িয়ে যায় সমস্ত অলি গলি
মোরা মুসলিম, ভাই ভাই, মিলেমিশে চলি
রমযানের ওই রোযার শেষে বছর পোষা সূখ
দীর্ঘদিনের কষ্ট শেষে,চির অম্লান হয় দুঃখ।
ধনী গরীব এক কাতারে দাঁড়ায় জামাতে,
আমিত্ব,দম্ভ,অহমিকা নিঃশেষ হয় মাটি চাপাতে।
জামাত শেষে সবাই মিলে করি কোলাকুলি,
হিংসা বিদ্বেষ ক্রোধ অভিমান সবই ভুলি।
লেখকঃ
জুবায়েদ মোস্তফা
ঠিকানাঃ সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া
লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।