ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘যুব সম্মেলন ২০২৫’। শুক্রবার গাজীপুর টঙ্গীতে অবস্থিত শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক যুবক অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল লক্ষ্য ছিল যুবকদের নৈতিক ও আত্মিক উন্নয়ন, চারিত্রিক গঠন, নেতৃত্ব বিকাশ এবং ইসলামী আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, “আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। আত্মশুদ্ধি, আদর্শচেতনা ও নেতৃত্বগুণে বলীয়ান হয়ে আজকের তরুণদের এগিয়ে আসতে হবে।”

গাজীপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক সচিব জনাব শাহ আলম বক্সি, গাজীপুর-২ আসনের প্রার্থী জনাব হোসেন আলী এবং গাজীপুর-৫ আসনের প্রার্থী জনাব খাইরুল হাসান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন। তিনি বলেন, “নৈতিক অবক্ষয়ের এ সময়ে যুবকদের আত্মিক চর্চা ও ইসলামী আদর্শে বলীয়ান হওয়াই সময়ের দাবি। সংগঠনের প্রতিটি কর্মীকে সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান এবং জনপ্রিয় লেখক ও ‘মোরা বড় হতে চাই’ গ্রন্থের লেখক ড. আহসান হাবীব ইমরোজ এবং গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর ক্রিড়া সম্পাদক নেয়ামতুল্লাহ শাকের।

সম্মেলনে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার যুব বিভাগের দায়িত্বশীল, সভাপতি, সেক্রেটারি, বায়তুল মাল সম্পাদক এবং সুশৃঙ্খল কর্মীবৃন্দ অংশ নেন।

আয়োজকেরা জানান, এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের আদর্শিক ও নেতৃত্বদানে সক্ষম যুব শক্তি গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।

113 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার