শুরু থেকে প্রতিটি পর্ব টানটান উত্তেজনায় রেখে ৭৯ পর্বে এসে আলোচিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হলো। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩ এর শেষ পর্ব প্রচার হয়েছে। ধ্রুব টিভির ইউটিউবে প্রচারের পর থেকে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা আনন্দ-দুঃখে আবেগে ভাসছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম।
দর্শকদের মতো, গত তিন বছরে ‘ব্যাচেলর পয়েন্ট’র তিনটি সিজনে আবেগ মিশে গেছে। পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান ভাই ও সবশেষে জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটে থাকবে বলেও জানাচ্ছেন।
কাজল আরেফিন অমি নিজেও দর্শকদের উচ্ছ্বাসে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তিনি বলেন, সিরিয়াল শেষ হয়ে যে খারাপ লাগছে, এর চেয়ে দ্বিগুণ খারাপ লেগেছিল ফেব্রুয়ারিতে শেষদিনের শুটিংয়ে। শুরু থেকে লাইটম্যানসহ ক্রু, মেকাপম্যান, প্রত্যেকটা শিল্পী ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এর সাথে।
প্রথম ও দ্বিতীয় সিজন হিট হলে তৃতীয় সিজন বানিয়েছিলেন পরিচালক অমি। দর্শকদের কথা, ব্যাচেলর পয়েন্ট ‘সিজন ৩’ আগের দুই সিজনকে ছাড়িয়ে গেছে। তাদের প্রশ্ন ‘সিজন ৪’ আসবে? পরিচালকের উত্তর, এখনো কিছু ভাবিনি। যদি জীবিত থাকি অবশ্যই ব্যাচেলরদের পরে কী হয় দেখাবো।
মোশন রকের ব্যানারে মাসুদুল হাসানের প্রযোজনায় ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মারজুক রাসেল, চাষি আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, সানজানা রিয়া, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা, তুর্যসহ অনেকে।