ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. বিনোদন

বিমান দুর্ঘটনায় প্রিয় মানুষ হারালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১৩ জুন ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটির শীর্ষ পদে থাকা ব্যক্তিসহ শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা শোক প্রকাশ করছেন। কিন্ত এ ঘটনায় শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিমান দুর্ঘটনায় কাছের মানুষকে হারিয়েছেন বিখ্যাত এ অভিনেতা।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হঠাৎ করেই আহমেদাবাদের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ২৪২ জন আরোহী নিয়ে আকাশে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান বিধ্বস্ত হয়। একজন ছাড়া আর কেউ বেঁচে নেই বিমানটির।

এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিউরে উঠেছে পুরো বিশ্ব। বিমানের এত আরোহীর মৃত্যু শোক তৈরি করেছে। কুণ্ডলী পাকিয়ে পড়ে রয়েছে মরদেহ। আর সেই মরদেহের ভিড়ে রয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির চাচাতো ভাই। দুর্ঘটনার শিকার বিমানটির সহকারী পাইলট ছিলেন অভিনেতার চাচাতো ভাই ক্লাইভ কুন্দের।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিয় মানুষকে হারানো এখন ব্যক্তিগত শোকে রূপ নিয়েছে বিক্রান্তের। এ ব্যাপারে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার ও প্রিয়জনদের কথা ভেবে দুমড়ে-মুচড়ে যাচ্ছে আমার মন।

তিনি লিখেছেন, আরও বেশি কষ্ট হচ্ছে এ কারণে যে, এই শোক আমার ব্যক্তিগত। দুর্ঘটনায় আমার চাচা ক্লিফোর্ড কুন্দের ছেলে ক্লাইভ কুন্দের মারা গেছেন। দুর্ভাগ্যজনকভাবে বিমানের সহকারী পাইলট ছিলেন ক্লাইভ। ঈশ্বর আমাদের সবাইকে শক্তি দিক।

অভিনেতা বিক্রান্ত শোকবার্তা দেয়ার পরই সেখানে শোকবার্তার আরও ভিড় জমতে থাকে। অনেকেই মনে করতে থাকেন, তারকার রক্তের সম্পর্কের কোনো ভাইয়ের কি তাহলে মৃত্যু হলো? তবে এ বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। শুক্রবার (১৩ জুন) আবার জানান, বিমান দুর্ঘটনায় মৃত সহকারী পাইলট ক্লাইভ কুন্দেরের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই তার। তিনি পারিবারিক বন্ধু তার।

212 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার