মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
ভারতের কলকাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসবে অংশ নিতে ও ইতিহাস সমৃদ্ধ ‘কনক সরোজিনী’ নাটক মঞ্চস্থ করতে বাংলাদেশের শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি ভারত গমন।
ভারতের কলকাতার অনিক নাট্যদলের আমন্ত্রনে আজ বুধবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর নাট্য সমিতির ২০ সদস্যের ওই নাট্যদলটি হিলি সীমান্ত দিয়ে পাসপোর্ট যোগে ভারতে প্রবেশ করেন। দিনাজপুর নাট্য সমিতিসহ বাংলাদেশের ৭টি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছেন।
দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের কলকাতাতে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসবে অংশ নিতে ভারতীয় নাট্যদলের আমন্ত্রনে আমরা দিনাজপুর নাট্য সমিতির ২০ সদস্যের একটি নাট্যদল ভারতে যাচ্ছি। আগামী ২৮শে ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ‘তপন মঞ্চে’ আমাদের দিনাজপুর নাট্য সমিতি প্রযোজিত ও ইতিহাস সমৃদ্ধ নাটক ‘কনক সরোজিনী’ মঞ্চস্থ হবে। এছাড়াও হুগলিতে ও রায়গঞ্জেও একই নাটক মঞ্চস্থ হবে। আগামী ৫ই মার্চ আমরা দেশে ফিরে আসবো।