মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাছচাষি আসাদুজ্জামান সাবু মিয়া (৩৭) নামের এক যুবকের প্রাণ গেল। আজ মঙ্গলবার দুপুরে বোয়ালদাড় সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাবু মিয়া ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
জানা যায়, হিলি থেকে ঘোড়াঘাট যাওয়ার পথে মাছচাষি সাবু মিয়াকে (৩৭) বিজিবি সদস্য খালিদ পেছন থেকে ধাওয়া দেন। এ সময় সাবু মিয়া মোটরসাইকেলেন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান। এ ঘটনায় বিজিবি সদস্য খালিদও আহত হন।
বিজিবি সদস্য খালিদ জানায়, গোপন সূত্রে ওই মোটরসাইকেলকে ধাওয়া করা হয়। তার গতিরোধের চেষ্টা করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।এতে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পরে তার মৃত্যু হয়। তার কাছে ১৮ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবির মৌখিক সংবাদের ভিত্তিতে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত সাবুর স্ত্রী জেসমিন বেগম বলেন, সাবু মাছ চাষ করে, সে মাদক কারবারি না। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।