ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ

পা দিয়ে লিখে হাবিবুরের উচ্চ শিক্ষার যাত্রা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুন ২০২৩, ৮:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

জন্মগতভাবেই প্রতিবন্ধী রাজবাড়ীর পাংশা থানার হাবিবুর রহমান। বাম পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন। এবার উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পা দিয়ে লিখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ধর্মতত্ত্ব ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করেছেন হাবিবুর।

শনিবার(৫ মে) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ১০৩ নং কক্ষে পরীক্ষা সম্পন্ন করেন তিনি।

তিনি বলেন, মাঝে মাঝে পা দিয়ে লিখতে গিয়ে কলম পড়ে যায়। ঠিক ভাবে লিখতে পারি না। তবে আমার অনুপ্রেরণা আমার বাবা-মা,ভাই-বোন। তাদের সাহায্য-সহযোগিতায় আমি আজ এই পর্যায়ে এসেছি। এছাড়াও স্কুল, কলেজ কোনো জায়গায় আমি প্রতিবন্ধকতার স্বীকার হয়নি। সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। আজকের পরীক্ষার হলেও স্যার-ম্যামরা অনেক সহযোগিতা করেছে।

এছাড়াও তিনি বলেন, আমার মতো যারা এরকম নানা সমস্যায় ভুক্তভোগী তাদেরকে এইটা বলতে চাই যে হীনমন্যতায় ভােগা যাবে না। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্বব না। চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পায়। কষ্ট হবে বিপদ আসবে সংগ্রামের সাথে এটিকে জয় করতে হবে।

জানা যায়, হাবিবুরের বাবা আব্দুস সামাদ একজন কৃষক এবং মা হেলেনা খাতুন গৃহিণী। চার ভাইবোনের মধ্যে হাবিবুর দ্বিতীয়। হাবিবুর দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পান।

ইবি কেন্দ্রে আসা হাবিবুর রহমানের দূরসম্পর্কের এক চাচা আজমাল হোসেন জানান, হাবিব যে এতদূর এগিয়েছে এতে এলাকার লোকও খুশি আমরাও খুশি। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

এবিষয়ে পরীক্ষাকক্ষের শিক্ষক হিসেবে দায়িত্বে থাকা আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ছেলেটি একজন অদম্য জীবন যোদ্ধা। আমরা পরীক্ষা হলে তাকে যথাসাধ্য সহযোগিতা করেছি।

1,363 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০