ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন ২২নং সেনুয়া ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।
শুক্রবার বিকেলে (৫ ফেব্রুয়ারী) খারুয়া ডাঙ্গা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রস্তাব ও সমর্থন কারীর মাধ্যমে আব্দুল বাসেদকে সভাপতি ও তৈয়বুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি এমদাদুল হক ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি শমরেশ চন্দ্র, ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা শাখার সভাপতি প্রফুল্ল কুমার বর্মন, সাধারণ সম্পাদক কুদরত আলী, সহ সভাপতি সফিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সভাপতি শাহিনুর ইসলাম, ১নং রুহিয়া ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম প্রমুখ।