নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছধরারত অবস্থায় ট্রলার ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। ডাকাতদল ট্রলারের মাঝি-মাল্লাদের মারধর করে ট্রলারে রক্ষিত মাইট্যা জাল,চিকন জাল,খাদ্য সমগ্রী,তিন ব্যারেল ডিজেল, ব্যাটারি, ২টি ইঞ্জিনের যন্ত্রপাতিসহ আনুমানিক দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ট্রলারের মালিক মুহাম্মদ সেলিম। বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি ডাকাতির বিষয়টি জানতে পেরে কুতুবদিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি) করতে চাইলে করতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
খবর নিয়ে জানা যায়, গত রবিবার ৭ ফেব্রুয়ারি উপকূলের কুমিরাছরা খাল হতে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় বড়ঘোপ মুরালিয়া গ্রামের সেলিমের মালিকানাধীন এফ.বি আল্লাহ মালিক নামের একটি ফিশিং ট্রলার।
৯ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিমে পাউট্টার টেক নামক স্থানে মাছ ধরারত অবস্থায় ডাকাতের কবলে পড়ে ট্রলারটি।
ট্রলারের মালিক সেলিম প্রতিবাদেককে জানান, গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে ডাকাতের কবলে পড়ে ট্রলারটি। ডাকাতদল ট্রলারের সর্বস্ব লুট করে ট্রলারটি বিকল করে ১৫/২০ জন মাঝি-মাল্লাকে সাগরে ভাসিয়ে দিয়েছে। ট্রলারের মাঝি ফরিদ আলম বিষয়টি গতকাল বৃহষ্পতিবার তাকে জানালে তিনি ভাসমান ট্রলারটিকে উদ্ধার করার জন্য অন্য একটি ট্রলার পাঠিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে কুতুবদিয়া থানায় জিডি করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন ট্রলারের মালিক মুহাম্মদ সেলিম।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি হয়েছে বলে শুনেছেন। কিন্তু এটি কুতুবদিয়া থানার আওতায় না পড়ায় জিডি নেননি বলে জানিয়েছেন তিনি।