ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বাবা শব্দটা গভীরতা ঢের !!

প্রতিবেদক
admin
২১ জুন ২০২০, ১২:৫১ পূর্বাহ্ণ

Link Copied!

—————-
তবে বাবা যে বংশের পরিচয় বহন করে তার ব্যাখ্যা দেয় আমার উচ্চ মাধ্যমিক পড়ার সময় আমার কলেজের উত্তম স্যার ।
স্যার বলেন বাবা এসেছে বাপ থেকে ।
আর বাপ মানে
ব- বংশ
প- পরিচয় ।
বুঝলেন না তো ?
আচ্ছা বুঝাচ্ছি ।

আপনি আমি অনেক সময় অন্যায় করলে মানুষ বকে আমাদের “থাপ্পড় মেরে বাপের নাম ভুলিয়ে দিবো।”
এ কথায় মূলত থাপ্পড় মেরে বংশের পরিচয় ভুলিয়ে দিবে এমনটা বলা হয়।
আশ্চর্য হলেন?

বাবা শুধু যে বংশের পরিচয় বহন করে তা নয়।
আপনার আমার জীবনের ভারও বহন করেছে বাল্যকাল থেকে বয়সের মধ্যভাগ পর্যন্ত।

বাবাদের হাসতে দেখেছেন কখনো?
আমি দেখিনি।
কারণ আমি কখনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি। বাবার অক্লান্ত পরিশ্রমের অবসর টেনে দিতে পারিনি।
তবে শুনেছি বাবারা নাকি কান্নাও করে না।
আমি আমার বাবাকে কখনো কান্না করতে দেখিনি।
বাবাদের নাকি কান্না করতে নেই। কারণ, বাবাদের কান্নার জল নাকি ঘাম হয়ে বের হয়ে যায়।

আমার বাবার সাথে সম্পর্ক তেমন ভালো না। কারণ, বাবাকে আমি বনের বাঘের মত ভয় পাই। তাই আমি বাবার কষ্টের কথাগুলোর ভাব নিতে পারিনি।
তবে বাবা আমাকে কখনো কিছুতে কমতি রেখেছে বলে মনে হয়নি।
আমি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।
জীবন মাত্র মধ্যভাগে উপস্থিত হয়েছি।
এখনো বাবার কাছ থেকেই খরচ এনে চলি।
বাবা পরিশ্রম করতে করতে আজ ক্লান্ত ।

মুখের দিকে তাকালেই আমি বুঝতে পারি। ক্লান্ত মুখে বাবা বলতে চাই ” একটু অবসর চাই বাবা, এবার আমাকে ইতি টেনে দে। ”

কিন্তু বাবাকে কখনো এগুলো আমাকে বলতে শুনিনি। কথা গুলো আমার কল্পনার। বাবা এখনো মাস শেষে হাসিমুখে আমার হাতে মাসের খরচের টাকাটা তুলে দিয়ে বলে ” হবে এগুলো দিয়ে? না হলে বলিস। আর কষ্ট করে চলিস না। যা ইচ্ছে হয় খাবি। ”

বাবাকে ছোট কাল থেকে দেখেছি অভাব থাকতেও তা আমাদের বুঝতে দেয় নি। তবে এখন তো আমার সেই বাল্যকালে নেই৷ বুঝার মত বড় হয়েছি। এখন তো বুঝি। কিন্তু আমার বাবা এখনো অবুঝই রয়ে গেছে। সে আগের মতই সবকিছু আড়াল করতে চাই।

বাবার এতো কিছু বুঝে,দেখেও বাবাকে আমি আজও সাহায্য করতে পারছি না কোনকিছুতে।
আমি আমার বাবাকে এতো ভালোবাসি যে তাও বলতে পারছি না।
বেশী ভালোবাসলে নাকি মুখে বলা যায় না। তাই হয়তো আমিও বলতে পারিনি।
তবে আজ বিশ্ব বাবা দিবসে আমি একজন বীর, একজন জীবন যোদ্ধা আমার বাবাকে বলতে চাই

” স্যালুট তোমাকে বাবা।
আমার দেখা সেরা বীর, সেরা জীবন যোদ্ধা তুমি। বাবা তোমাকে আমি ভালোবাসি।
বড্ড বেশী ভালোবাসি। ”

— ভালোবাসি বাবা
~ইমতিয়াজ হাসান রিফাত

আরও পড়ুন

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম