মোহাম্মদ আহসান হাবিব
এইতো সেদিন হয়েছিল দেখা তোমার সাথে
হাড় কাঁপানো শীতের শেষে কোনো বিকেলে,
তুমি তাকিয়েছিলে আমার পানে অপলকে
যেখানে মিলিত হয় হাজার মানুষ একস্থানে।
বিনিময় হয়নি কোনো সংলাপ তোমার সাথে
পড়ন্ত বিকেলের সেই মনমাতানো ক্ষণে।
তারপর সেদিনের সন্ধ্যা কেটেছে মোহের ঘোরে
মোর আধঘুমন্ত চোখের মধ্যে ভাসছিলে তুমি,
মনে হচ্ছিল এইতো তুমি রয়েছো আশেপাশে
হয়তো তোমার অবয়ব গেঁথেছিল আমার মনে।
ভালোবাসা নয়তো কভু, ভালোলাগা হতে পারে
সবই মিছামিছি মায়ার প্রকাশ এই জগৎ সংসারে।