আরিফুল ইসলাম :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১১জেলে পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাসের নেতৃত্বে একটি টিম ঘন্টাব্যাপী চেষ্ঠা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
১৮ জানুয়ারী সোমবার সন্ধ্যায় উপজেলার পদুয়া তেওয়ারীহাট সংলগ্ন জনদাশ পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হল যথাক্রমে সোনারাম জল দাশ, চিত্ররঞ্জন জল দাশ,সুমন জল দাশ, ছোটন জল দাশ, সুবল জল দাশ, পরিমল জল দাশ, মিদুল জল দাশ, সুধির জল দাশ, নন্দ জল দাশ, রবি জল দাশ, রিতা জল দাশ।
স্হানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পদুয়া জল দাশ পাড়ার ছোটন জ্বল দাশের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত।আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহুর্তের মধ্যে ১১পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লক্ষ টাকা হবে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছে বলে জানা গেছে ।
স্হানীয় ইউপি সদস্য মোঃ কাউছার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সবাই জেলে কাজ করে সংসার চালায়। তারা খুব বেশী অসহায়। অগ্নিকান্ডে তারা কিছু বের করতে পারেননি। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছে বলেও তিনি জানান।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com