নাঈম কাউসার,পটুয়াখালী :
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নির্মাণাধীন পায়রা বন্দরে কর্মরত পাঁচ শ্রমিক অসুস্থ। গত (০৩)তিন মার্চ রোজ বুধবার রাতে (০৭)সাতজন রড কাটা মিস্ত্রি রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে রোজ বৃহস্পতিবার তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।অসুস্থ শ্রমিকরা হলেন, আব্দুর রহমান, রেজাউল, আশিক, সবুজ, ইমন। অসুস্থ শ্রমিকরা বলেন বুধবার রাতে খাবার খাওয়ার পর বমি আসতে থাকে পড়ে আরো অসুস্থ হয়ে পড়ি।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমাদের বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারনে গরমে বদহজমে সমস্যা হয়েছে তাই অসুস্থ হয়ে পড়েছে।চিকিৎসকরা বলেন এখন তারা আশঙ্কামুক্ত।