রংপুর ব্যুরো:
ঈদের দ্বিতীয় দিনে রংপুরের মিঠাপুকুর থেকে ৮ বন্ধু মিলে মোটরসাইকেলে পঞ্চগড়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রিমন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) দিনগত রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রিমন রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাট হাছিয়া এলাকার মৃত বুলু মিয়ার ছেলে।
পারিবারিক ভাবে জানা যায়, রিমন তার পুলিশ বন্ধু টুটুল ও বন্ধু শিবলি সহ ৮ বন্ধু মিলে চারটি মোটরসাইকেল নিয়ে রংপুর থেকে পঞ্চগড়ে ঘুরতে যায়। ঘোরা শেষে বাড়ি ফেরার পথে রাতে এই দুর্ঘটনা শিকার হয় তারা। প্রথমে রিমনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে রংপুর মেডিকেলে রেফার করে।
পুলিশ বন্ধু টুটুল জানায়, আমরা চারটি মোটরসাইকেল নিয়ে রংপুর থেকে পঞ্চগড়ে ঘুরতে গিয়ে সদর হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমনের বড় ভাই লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি তারা চলন্ত অবস্থায় দ্রুতবেগে অটোর পিছনে ধাক্কা দিলে সে পরে গিয়ে মাথায় আঘাত পায়। তবে দুজনেই পরে গিয়েছিল। কিন্তু রিমনের মাথায় হেলমেট না থাকায় আজ ভাইকে হারিয়েছি।
রাফিউল ইসলাম রাব্বি /এনভি