ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট চান সাবেক বিএনপি নেতা

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ অক্টোবর ২০২১, ১২:২৫ অপরাহ্ণ

Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি:
আসন্ন দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট চান সাবেক বিএনপি নেতা আবদুল হামিদ (সাবেক মেম্বার)। ইতোমধ্যে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেলেও বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এ নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক যুগ্ম আহবায়ক আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন বোর্ডে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবদুল হামিদ আওয়ামী লীগে একজন অনুপ্রবেশকারী। তিনি ২০০৫ সালে উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত আবদুস ছোবহান চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এর সাক্ষরিত উপজেলা বিএনপির কমিটিতে তিনি অর্থ সম্পাদকের দায়িত্বপালন করেন। ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিএনপির সমর্থিত প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার অংশগ্রহণ করেছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একাংশের লোকজন অর্থ পেয়ে তাকে নৌকা পাইয়ে দেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, আবদুল হামিদ এবারও আওয়ামীলীগের মনোনয়ন পেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হতাশ হবেন। এ ব্যাপারে অভিযোগকারী দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের তৃণমূল অনেক নেতাকর্মীরা বলেছেন, অনুপ্রবেশকারী আবদুল হামিদ এবারও টিকিট পেলে তৃণমূলমূল ভোটাররা হতাশা হবেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের যোগ্যপ্রার্থী উপজেলা আওয়ামী ছাত্রলীগর সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

আব্দুল হামিদ কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের কমিটিতে আব্দুল হামিদ অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

258 Views

আরও পড়ুন

বাপ-দাদার জমিতে ইপিজেড না করার দাবিতে আবারও উত্তাল সাঁওতালরা

চট্টগ্রামে অরক্ষিত খাল-নালায় আর কত অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ আসবে!

নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন

‎‎কুয়েট উপাচার্যকে অপসারণের ঘোষণা

ইসলামপুরে জামায়াতে যোগদান করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর মায়ের জানাজায় মুসল্লিদের ঢল

আইএমসি প্রধান বয়েজ হোস্টেলের মনিটরশীপ থেকে আবির এবং ফয়সালের আনুষ্ঠানিক বিদায়

জন্মগত ৩শ’ হৃদরোগী শিশু পাচ্ছে ফ্রি চিকিৎসা

হঠাৎ দেশের আলোচিত গর্জনিয়া বাজার পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন।

পুলিশ সুপার কক্সবাজারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাত

কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী সংস্কার আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত