অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া( গাজীপুর) থেকেঃ
কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানাযায়, এ পর্যন্ত কাপাসিয়ার ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মােট ৫০ জন, মেম্বার পদে (সাধারণ সদস্য) ৪১৬ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) ১১১ জনে মনােনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী কে চূড়ান্ত করা হয়েছে।
জানা যায়, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কাপাসিয়া উপজেলায় ১১ ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ৯৯ জন ও ৩৩ জন সংরক্ষিত সদস্য ( মহিলা মেম্বার) নির্বাচনের জন্যেই ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে। অপরদিকে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য (মেম্বার) আসনে ৪১৬ জন ও সংরক্ষিত আসনে ( মহিলা মেম্বার) ১১১ জন প্রতিনিধি দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া দলীয় প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে মনােনয়ন জমা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাে. আবুল বাশার বলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনােনয়নে কাপাসিয়ার ১১ ইউনিয়নে ১১ জন , স্বতন্ত্র প্রার্থী ২৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ জন, জাকের পার্টির ৩ জন, জাতীয় পার্টির ২ জন, গণতন্ত্রী পার্টির ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১ জন প্রার্থীসহ ৫০ জন মনােনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, সাধারণ সদস্য (মেম্বার) আসনে ৪১৬ জন ও সংরক্ষিত আসনে ( মহিলা মেম্বার) ১১১ জন প্রতিনিধি দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।