আজিজুল হক আজু, উপকূলীয় প্রতিনিধি :
আসন্ন নির্বাচন কে সামনে রেখে মহেশখালী উপজেলার মাতারবাড়ী সম্বব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক দূর ঝাঁপ শুরু করেছে চেয়ারম্যান পদপ্রার্থীরা…
তারই ধারাবাহিকতায় (১৫ ফেব্রুয়ারী) সোমবার রাত ৯:৩০ মিনিটে ইউপির বৃহত্তর ০৭নং ওয়ার্ডের(সাইট পাড়া)এলাকায় ভোটারদের সাথে সরাসরি আলোচনায় আংশগ্রহন করে এলাকাবাসীর উদ্দেশ্য বলেন,
আমার পিতার অপূর্ণ কাজ সম্পন্ন করতে চাই, আপনাদের মাধ্যমে।
আমি মাতারবাড়ীর শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে চায় এবং উপযুক্ত করে তুলতে চায় নতুন প্রজন্মদের, যাতে করে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে আমাদের কেউ অশিক্ষিত, অদক্ষ বলতে না পারে।তিনি আরো বলেন,আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে একটা ফাউন্ডেশন করা,ফাউন্ডেশনের কাজ হবে অসহায়, হতদরিদ্র পরিবারের পাশে থাকা,কোন অবলা নারীর বিবাহ অর্থের অভাবে আটকে গেলে আমাদের ফাউন্ডেশন তার পরিবারের বিনা খরছে সম্পন্ন করবে গোপনে।
আমি আপনাদের শাসক নয়,সেবক হতে চাই।
সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সেলিম কুতুবউদ্দিন নেওয়াজ।
উক্ত উঠান বৈঠকটি হেফাজ উদ্দিনের সঞ্চালনায়, হাসান আলীর পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্য দিয়ে , মাষ্টার নাজেম উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের পর বক্তব্য রাখেন স্থানীয় দেলোয়ার হোছাইন কোম্পানি, কবির আহমদ, আয়ুব আলী, নুর মোহাম্মদ প্রমুখ।