ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

মগনামায় চেয়ারম্যান পদপ্রার্থী শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম
আমার এই জীবন উৎসর্গ করে দিতেও আমি রাজি

প্রতিবেদক
নিউজ ভিশন
২ নভেম্বর ২০২১, ১২:০৭ অপরাহ্ণ

Link Copied!

এম,ইউনুছ মাহমুদ,পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতাঃ

মগনামার মানুষ আমাকে ধন্য করেছে। আমি মগনামার আপামর মানুষের কাছে চিরকৃতজ্ঞ। মগনামাবাসীর জন্য আমার এই জীবন উৎসর্গ করে দিতেও আমি রাজি।

সোমবার (১ লা নভেম্বর) বিকেলে সংবর্ধনা সভায় বক্তব্যকালে মগনামার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, মগনামার মানুষ ভুল করেনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। আজ মিছিলে ও সভায় এতো জনতার উপস্থিতি দেখে আমি বিস্মিত। আমি কথা দিতে চাই মগনামার মানুষের জন্য আমার জীবন দিতেও আমার কোন দ্বিধাদ্বন্ধ থাকবেনা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্য করে ওয়াসিম বলেন, ৩০ দিনের জন্য মগনামায় এসে গরীব দরদী সাঁঝলে কাজ হবেনা মগনামার মানুষ সব কিছু বুঝে। যারা দুর্দিনে মগনামার অসহায় মানুষের পাশে ছিল, গৃহহীন মানুষের পাশে ছিল, বন্যা ঘূর্ণিঝড়ে মানুষের দুয়ারে ছুটে গিয়েছিল তাদেরকেই মুল্যায়ন করবে মানুষ।

এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় মৌলানা আবুল কাশেম, মৌলানা আব্দুল খালেক, হাজ্বী আকতার হোসেন, মাষ্টার আব্দুল জাব্বারসহ আরো অনেকে।

এর আগে দুপুরে তিনি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে উপজেলা নির্বাচন কার্যালয়ে যান সেখান থেকে মগনামায় ফিরে আসলে কাঁটাফাড়ি ব্রীজের সামনে মিছিল সহকারে স্থানীয়রা যোগ দেন পরে সেটি বিশাল মিছিলে রুপ নেয়। মিছিলটি বাইন্যাঘোনা এলাকা থেকে মটকাভাঙ্গা এবং কাজী মার্কেট হয়ে চেয়াম্যানের নিজ বাড়িতে এসে শেষ হয়। সেখানে সংবর্ধনা সভায় বক্তব্য দেন তিনি।
এসময় সংবর্ধনাসভাটি জনসমুদ্রে রুপ নেয়। সভায় যোগ দেয়া স্থানীয় বাসিন্দাদের কাছে চাইলে তারা এটি একটি মগনামার জন্য ঐতিহাসিক মিছিল বলে দাবী করেন আবার কেউ কেউ এতো বড় মিছিল মগনামায় স্মরণাতীতকালে আর দেখেননি বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, সারা দেশে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ৬টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর । মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ২রা নভেম্বর পর্যন্ত । উপজেলার ৬টি ইউনিয়নের বাকি সব ইউপির চেয়ে মগনামায় কে হবেন চেয়ারম্যান এটি নিয়ে পুরো উপজেলার মানুষ তাকিয়ে আছে। বরাবরে ইউনিয়ন নির্বাচনে উপজেলার সকল মানুষের চোখ মগনামার দিকে থাকবে বলে মনে করেন স্থানীয় সুশীল সমাজ।

151 Views

আরও পড়ুন

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন