নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের ডাক নিউজ নিউজ ভিশন ৭১ প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ মুহাম্মদ ইলিয়াস হোসেনঃ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আগামীকাল ১৭ই নভেম্বর (রবিবার) বেলা ১১ ঘটিকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন। বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলঃ ১/ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা। ২/ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ৩/ খোলা বাজারে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বিক্রয়ের পরিধি সম্প্রসারণ করা। ৪/ কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিপূর্বক আমদানী নির্ভরশীলতা কমিয়ে আনার যথাযথ উদ্যোগ গ্রহণ করা। এবং ৫/ বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় বাণিজ্য মন্ত্রীর দায় স্বীকার করে পদত্যাগ করা। উল্লেখ্য, পেঁয়াজ প্রতি কেজি বর্তমানে ২৫০-২৭০ টাকা করে খুচরা বিক্রি হচ্ছে। Share this:Like this:Like Loading... SHARES ক্যাম্পাস বিষয়: