নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনলাইন প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট দি-বার্ষিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশন বিডি.কমের স্টাফ রিপোর্টার(সিলেট) অলিউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিউজ ভিশন পরিবার ।
এক শুভেচ্ছা বার্তায় নিউজ ভিশন সম্পাদক মু: রফিকুল ইসলাম ছাতক অনলাইন প্রেস ক্লাবের সংশ্লিষ্ট সকল সাংবাদিক নেতৃবৃন্দকে নিউজ ভিশন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান । পাশাপাশি নবনির্বাচিত সাধারণ সম্পাদক অলিউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম সুমন,মফস্বল সম্পাদক ও সিলেট ব্যুরো প্রধান তাইবুর রহমান, সম্পাদকীয় কমিটির সদস্যবৃন্দ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল মুতালিব ভুইয়া সহ নিউজ ভিশনের সিলেট বিভাগে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ।