তানভীর আহমেদ এর কবিতা–গণরুম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ ————- ওরা একসাথে বসে থাকে, একসাথে গান গায়, একসাথে লিখে ওরা কবিতা। ওরা করে না মারামারি, করে না হানাহানি, ভালবাসে মিলেমিশে থাকাটা। ওরা একসাথে মুভি দেখে, একসাথে ছবি আঁকে, একসাথে দেয় ওরা আড্ডা। ঘুরতে বেড়োলে তারা, ক্যাম্পাসের আশেপাশে, কাটিয়ে দেয় সারারাতটা। থাকে তারা হাসিমুখে, মিলেমিশে একসাথে, থাকে না কোনো বাধা-ব্যবধান। গণরুমেতে থাকা প্রত্যেকটা ছেলের অন্তরে থাকে সাম্যের গান। ————— শিক্ষার্থী ,ঢাকা বিশ্ববিদ্যালয় । Share this:Like this:Like Loading... SHARES সাহিত্য বিষয়: