টেকনাফে ধান ক্ষেত থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার নিউজ নিউজ ভিশন ৭১ প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ ফরহাদ আমিন: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।রবিবার সকালে ধানক্ষেত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,সকালে লেদা এলাকার খালের পার্শ্বে ইয়াবা ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে লুকায়িত থাকতে পারে।এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত স্থানে গমন করে।দিনের আলোয় দূর হতে চোরাকারবারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়।পরে টহলদল খালের পাড়,ধান ক্ষেতে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। Share this:Like this:Like Loading... SHARES সারা বাংলা বিষয়: