জাসদ নেতা এমপি মঈন উদ্দীন খাঁন বাদল আর নেই নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯ চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম ৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারে সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খাঁন বাদল আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৬৭ বছর। মঈন উদ্দীন খাঁন বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ২ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈন উদ্দীন খান বাদল গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগের সমস্যাও ছিল। গত ১৮ অক্টোবর নিয়মিত চেকআপের জন্য নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঈন উদ্দীন খাঁন বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালে চট্টগ্রাম-৭ আসন ও ২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রাম-৭ এর সাংসদ হিসেবে নির্বাচিত হন। Share this:Like this:Like Loading... SHARES জাতীয় বিষয়: