মোঃ রাজিব হোসেন, প্রতিবেদক:
অর্থই নয় দেশকে কিছু উপহার দিতে হলে মন মানসিকতাই বড়। যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে বসবাস করেন জনাব মোঃ আমিরুল ইসলাম। পেশায় তিনি ‘তরিকুল ইসলাম পৌর কলেজ’ এর বাংলা বিষয়ের প্রভাষক। এমপিওভুক্ত না হওয়ায় দীর্ঘ ১৪ বছর বিনা পারিশ্রমিকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
ভালোবাসেন সাহিত্য চর্চা, প্রকৃতি এবং শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণ। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ৬ জন কে নিয়ে গড়ে তোলেন “অথান্তর শিশু একাডেমি” নামে একটি প্রতিষ্ঠান। বর্তমানে ২০১৯ সালে ২৫ জনকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াশোনা করান, যাদের কারও বাবা/মা মারা গিয়েছে জন্মের পর। আজীবন তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
তরুণ সমাজের জন্য তিনি আমাদের অনুপ্রেরণা। এই মহৎ কাজ কে আরো এগিয়ে নেওয়ার জন্য তিনি চান মানুষের ভালোবাসা। তিনি বলেন মানুষের ভালোবাসাই দুর্বোধ্য কাজকে সহজ করে দেয়।