ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে সাংবাদিকদের উপর হামলা

প্রতিবেদক
তানজীল ইসলাম শুভ
২৬ আগস্ট ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়েছে। এ নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে বিচার চাইতে গিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় উল্টো সাংবাদিকদের পিটিয়েছে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে তার সহযোগীরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাংবাদিকরা।

শনিবার (২৬ আগস্ট) সকালে সংবাদ সংগ্রহে গেলে চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ আহত হয়েছেন চার সংবাদকর্মী। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সরঞ্জাম। আহতরা জানান, কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হন। এমন অভিযোগ পেয়ে মেডিকেলে খবর সংগ্রহে যান সাংবাদিকরা।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী গত বৃহস্পতিবার র‌্যাগিংয়ের শিকার হন। তার বিচার চাইতে ঐ ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান। এসময় চ্যানেল চ্যানেল 24-র রিপোর্টার কাওছার হোসেন রানা, চিত্র সাংবাদিক রুহুল আমিন, সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফিরোজ মোস্তাফা ও চিত্র সাংবাদিক আজিম মরিফ যান তথ্য সংগ্রহে।

ভুক্তভোগীরা তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ করে সাংবাদিকদের প্রথমে চড় থাপ্পর, পরে চেয়ার দিয়ে পেটাতে থাকে কলেজ অধ্যক্ষসহ তার সহযোগীরা। পরে সাংবাদিকদের রুম থেকে বের করে দিয়ে র‌্যাগিংয়ের শিকার ঐ ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখে কলেজ অধ্যক্ষ।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, নিউজ করার জন্য আমাদের তথ্য প্রয়োজন। কিন্তু হঠাৎ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার সাঙ্গপাঙ্গরা অতর্কিত আমাদের ওপর হামলা চালায়।

ঘটনার পর মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সাংবাদিকরা।

555 Views

আরও পড়ুন

রাজশাহীতে অধ্যক্ষ পদের দ্বন্দ্বে মারামারি, থানায় অভিযোগ

ইসলামের ছায়াতলে এসে বদলে গেছেন ১৫ ক্রিকেটার 

রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার।

উখিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

জামায়াত একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চায়- কক্সবাজারে শ্রমিক কল্যাণের সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে–মিজানুর রহমান চৌধুরী

কৃষ্ণকুমারী গার্লস হাইস্কুলের লুৎফুন্নিছা খানম দেশসেরা অগ্রগামী শিক্ষক মনোনীত

বোয়ালখালীর শাকপুরায় সঞ্জীব-মনিবালা স্মৃতি পরিষদের বার্ষিক প্রান্তিক সন্মাননা কাল 

টঙ্গী পশ্চিম থানার ওসির সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্খার পূর্ণতা দিতে কলেজে মতবিনিময় সভা

এ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডের প্রকৃত বিচার করতে সরকার বদ্ধপরিকরঃ লোহাগাড়ায় অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান

সন্ত্রাসীদের গোলাগুলিতে সাজেকে আটকা পড়া প্রায় সাড়ে ৪ শ পর্যটক নিরাপদে ফিরে গেছে