আমজাদ হোসেন, ঢাবি :
আগামী ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বক্তা হিসেবে থাকবেন জাপানের নোবেল বিজয়ী পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতা।
গতকাল শনিবার (২৪ নভেম্বর) বিকালে বঙ্গভবনে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাকাকি কাজিতা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।
বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।