এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলায় পুষ্টি প্রকল্পের সমাপনি সভা অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেয়ার বাংলাদেশ’র কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা:আব্দুর রহিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:দেলোয়ার হোসেন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,মাহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:আব্দুল কাহির, পান্ডারগাও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:কামরুল হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, উপসহকারী প্রকৌশলী মো:আক্কাছ আলী,সাংবাদিক এম এ করিম লিলু,আশিক মিয়া,এম এ মোতালিব ভুঁইয়া,স্বাস্থ্য পরিদর্শক মো:রেজাউল কবীর,উপজেলা পরিষদের সিএ মো:শফিকুর রহমান,,এনজিও প্রতিনিধি কবিতা রানী ঘোষ,মো:আব্দুস শুকুর,মো:জসিম উদ্দিন মঞ্জু প্রমুখ।