নিউজ ডেস্ক :
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অপরাধীদের ছাড় না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত গড়েছেন । বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে আয়োজিত বসতি দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন- “আওয়ামী লীগের রাজনৈতিক শত্রুরাও বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কথা স্বীকার করবে।
“সে উন্নয়নকে নৈতিকতার জায়গায়ও ধারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান কোনো রাজনৈতিক সরকার নিতে পারে, তিনি তা প্রমাণ করেছেন। তিনি দৃষ্টান্ত দেখিয়েছেন, যে দলেরই হোন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ ঘোষিত কর্মসূচির বাস্তবায়ন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে উল্লেখ করে রেজাউল বলেন, “আমরা দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি। অপরাধীর দাম্ভিকতা শেখ হাসিনা চূর্ণ করে দিয়েছেন।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল মতিন ও বিজনেস ইনস্টিটিউট অব ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম সুলতান আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
আইইডিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
উল্লেখ্য, ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’ প্রতিপাদ্যে এদিন বিশ্ব বসতি দিবস-২০১৯ পালন করা হয়।