এম.এ ওয়াহিদ :
“পুলিশই জনতা – জনতাই পুলিশ” এই শ্লোগান কে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃক আয়োজিত (কমিউনিটি পুলিশিং দিবস ১৯ইং) উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (বিপিএম-পিপিএম) ইকবাল বাহার মজুমদার, এডিসি (বিপিএম-পিপিএম) মাহবুবুর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক আব্দুল মালেকসহ, চট্টগ্রাম মহানগরীর সকল কমিশনার, ডিসি, আইজিপিগণ। এবং আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, ইউএসটিসি সহ সকল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।
প্রথমে সকাল ১০টা জি.ই.সি কনভেনশন থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি ওয়াসা, পুলিশ লাইন হয়ে আবার জিইসি কনভেনশনে এসে শেষ হয়। এই পর শুরু হয় এক আলোচনা সভা।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি ও কমিশনারগণ। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সমাজের গর্হিত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান জানান। এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানায়।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন সংগঠনকে সমাজে সেবামূলক অবদান রাখায় সম্মাননা স্মারক দেওয়া হয়।
পরিশেষে চট্টগ্রাম মহানগরকে যানযট ও মাদকমুক্ত করার প্রত্যাশা জানিয়ে আজকের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।