এম. জে হৃদয়,স্টাফ রিপোর্টার :
ক্যাসিনো অর্থাৎ জুয়ার আসর বাংলাদেশে মূলত নিষিদ্ধ তবুও ক্যাসিনো কার্যক্রম চলে আসছে। ক্যাসিনো আইনসঙ্গত নয় এবং তা চলতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
গতকাল রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ক্যাসিনোর ব্যবসার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশে ক্যাসিনো আইনসংগত ব্যবসা নয়, আইনের বাইরে কোনো ব্যবসা আমরা কাউকে করতে দেব না। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রধানমন্ত্রীর নির্দেশে এর বিরুদ্ধে অভিযান চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অবৈধ ক্যাসিনো ব্যবসা চলতে দেওয়া হবে না। চলমান অভিযান অব্যাহত থাকবে।