ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

ইউজিসির অর্থ বাজেটে ৮৩০ কোটি টাকা পেল ঢাবি

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ জুন ২০২০, ৪:২১ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ।
আগামী ২০২০-২১ অর্থবছরে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তন্মধ্যে সবচেয়ে বেশি টাকার বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘোষিত বাজেটের মধ্যে ৮৩০ কোটি ৬ লাখ টাকা পেয়েছে ঢাবি। যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

ইউজিসি কর্তৃক ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেট ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকা এবং ৫৩টি প্রকল্পের জন্য ৩ হাজার ৩১ কোটি টাকা উন্নয়ন বাজেট হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া রাজস্ব বাজেটের বরাদ্দ গত বাজেট থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

প্রতিবছর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে অর্থ বাজেট প্রদান করা হয়। গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে মোট বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকা। সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরে উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণায় জন্য মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের তুলনায় বাজেটের এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। প্রসঙ্গত, গত ২০১৯-২০ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে বরাদ্দ ৬৪ কোটি ৫৮ লাখ টাকা।

এছাড়া, পূর্ণ কমিশন ২০২০-২১ অর্থবছরে ইউজিসি’র জন্য ৬২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

তাছাড়া, আলোচিত সভায় বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট উপস্থাপন করেন ইউজিসি’র হিসাব বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস