ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

ইউজিসির অর্থ বাজেটে ৮৩০ কোটি টাকা পেল ঢাবি

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ জুন ২০২০, ৪:২১ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ।
আগামী ২০২০-২১ অর্থবছরে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তন্মধ্যে সবচেয়ে বেশি টাকার বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘোষিত বাজেটের মধ্যে ৮৩০ কোটি ৬ লাখ টাকা পেয়েছে ঢাবি। যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

ইউজিসি কর্তৃক ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেট ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকা এবং ৫৩টি প্রকল্পের জন্য ৩ হাজার ৩১ কোটি টাকা উন্নয়ন বাজেট হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া রাজস্ব বাজেটের বরাদ্দ গত বাজেট থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

প্রতিবছর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে অর্থ বাজেট প্রদান করা হয়। গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে মোট বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকা। সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরে উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণায় জন্য মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের তুলনায় বাজেটের এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। প্রসঙ্গত, গত ২০১৯-২০ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে বরাদ্দ ৬৪ কোটি ৫৮ লাখ টাকা।

এছাড়া, পূর্ণ কমিশন ২০২০-২১ অর্থবছরে ইউজিসি’র জন্য ৬২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

তাছাড়া, আলোচিত সভায় বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট উপস্থাপন করেন ইউজিসি’র হিসাব বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

237 Views

আরও পড়ুন

বুটেক্সে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইপিই

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ