ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

আবরার হত্যায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিটর
৯ অক্টোবর ২০১৯, ২:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

ফাইল ছবি- সংগৃহীত

নিউজ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, শাস্তি পেতেই হবে। সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।’

মঙ্গলবার রাতে গণভবনে দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে প্রায় এক ঘণ্টা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীল কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডকে খুবই সিরিয়াসলি নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন বৈঠকের পুরো সময়।

শেখ হাসিনা বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, কাদের নির্দেশে এটা হয়েছে-সব খুঁজে বের করা হবে। খবরটি শোনার সাথে সাথে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। ’

আবরার হত্যার একদিন পর বুয়েট উপাচার্যের ক্যাম্পাসের উপস্থিতি নিয়েও উষ্মা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি কেমন ভিসি? একটা ছাত্র মারা গেল আর এতটা সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন।’

তবে বুয়েটের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে-সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু কোনো তারিখ চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা।

এদিকে বুয়েটের হত্যাকাণ্ডসহ সার্বিক বিষয়ে বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

300 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি