মো. মাহবুবুর রহমান সাজিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম মোহসিন আর নেই। আজ ২২ ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয় বাদ জোহর উত্তরার ৭ নম্বর সেক্টর জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে। জানাজা সমাপনান্তে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বর্ণাঢ্য জীবনে ড. কে এম মোহসিন ছিলেন একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার ও জাতীয় কমিশনার এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য।
ড. কে এম মোহসীন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা রোভার স্কাউট লিডার ও সম্মানিত উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
প্রথিতযশা অধ্যাপক, খ্যাতনামা সংগঠক, বরেণ্য এই ব্যক্তিত্ব ১৯৩৮ সালের ৭মে ফরিদপুরের রাজবাড়িতে জন্মগ্রহণ। ১৯৫৯ সালে স্নাতক এবং ১৯৬০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি অর্জন করেন লন্ডন থেকে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com