আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার :
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে আজকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৩টি অবৈধ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয় ।
সোমবার ১৮ জানুয়ারী সকাল ৯ঃ০০ টা থেকে বিকাল ৫ঃ০০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মুজাহিদ ও পরিদর্শক নুর হাসান সজীব উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশ, র্যা ব-৭ ও ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে অনুমোদন বিহীন কার্যক্রম পরিচালনায় লোহাগাড়া উপজেলার পুটিভিলা এলাকার মেসার্স মদিনা ব্রিকস কে ২ লক্ষ টাকা জরিমানা, মেসার্স মাওলানা ব্রিকস কে ২ লক্ষ টাকা মেসার্স এম,আর,বি ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ জিল্লুর রহমান জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসাবে আজকের অভিযানে লোহাগাড়া উপজেলার পুটিভিলা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা ৩টি ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায় ইটভাটা গুলোর পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স নেই। কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত করে আসছিল। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মুজাহিদ জানান, চট্টগ্রাম জুড়ে চলা নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকের অভিযানে লোহাগাড়া উপজেলার পুটিভিলা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা ৩টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স মদিনা ব্রিকস কে ২ লক্ষ টাকা জরিমানা, মেসার্স মাওলানা ব্রিকস কে ২ লক্ষ টাকা মেসার্স এম,আর,বি ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com