রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (অনুর্ধ্ব-১৭ বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (অনুর্ধ্ব-১৭ বালিকা) এর উদ্বোধন করা হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উভয় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরিফুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শেরপুর সদর উপজেলা ২-১ গোলে শেরপুর পৌরসভা দলকে পরাজিত করে। খেলায় সদর উপজেলার মিডফিল্ডার কাউসার ও ফাহিম একটি করে গোল করেন। আর পৌরসভার পক্ষে গোল করেন মিডফিল্ডার পারভেজ। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর পৌরসভা ২-০ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে। পৌরসভা দলের ১০নং জার্সিধারী স্ট্রাইকার ভাবনা দুটি গোল করেন।
উল্লেখ্য, উভয় টুর্নামেন্টে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভাসহ ৬টি করে দল অংশ নিচ্ছে।