মোহাম্মদ ফারুক আজম :
জীবনে সপ্ন সবাই দেখে। সেই সপ্ন হয় কখনও বেচে থাকার, আবার কখনও নিজের লক্ষ্যতে পৌঁছানোর। এইবার সেই সপ্নের হাত ধরে জীবনের মসৃণ পথ এগিয়ে চলছে কক্সবাজারের সন্তান কৃতি ফুটবলার সায়েম।
জানা গেছে,সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতি সন্তান সায়েম।
সায়েম বর্তমানে বাংলাদেশ বয়েজ ক্লাবে ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লীগে খেলতেছেন। তার লক্ষ্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা। প্রতিনিয়িত তার সপ্ন পূরণের চেষ্টায় আছে সায়েম।
আমারও চাই সায়েম বড় সাফল্য অর্জন করুক,সে দেশের নাম উজ্জ্বল করুক। সর্বোপুরি সর্বক্ষেত্রে তার সফলতায় কাম্য ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০