ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী

প্রতিবেদক
নিউজ ভিশন
১৪ অক্টোবর ২০১৯, ৫:১৭ অপরাহ্ণ

Link Copied!

বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে শুরুতে মনোনয়ন দাখিলের কথা শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলীর। রবিবার দিনভর নাটকের পর সর্বসম্মতিতে আগেভাগেই সবকিছু বলতে গেলে এখন চূড়ান্ত। ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় পত্রিকায় এখন সৌরভেরই জয়জয়কার। সভাপতি পদের জন্য সৌরভ গাঙ্গুলী মনোনয়ন দাখিল করবেন ১৪ অক্টোবর। আর এই পদের জন্য এখন একমাত্র প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাসোসিয়েশনের এই প্রধান। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৩ অক্টোবর। একটা সময় সভাপতি পদের জন্য গাঙ্গুলীর নাম প্রথমে শোনা গেলেও পরে ফেভারিট মনে করা হচ্ছিল বিতর্কিত বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের সমর্থিত সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলের নাম। কিন্তু গাঙ্গুলী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাঝে বৈঠকের পর পরই পাল্টে যায় সব হিসাব-নিকাশ। পরিবর্তিত অবস্থায় আইপিএল চেয়ারম্যান হিসেবে এখন দেখা যেতে পারে ব্রিজেশ প্যাটেলকে।

বলতে গেলে রাজনৈতিক বিবেচনা ও আগের বোর্ডের ক্ষমতাধররাই এখন বোর্ডের চালিকাশক্তি। সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরও আছেন এদের দলে। তার ভাই অরুণ সিং ধামাল হতে যাচ্ছেন বোর্ডের কোষাধ্যক্ষ।

অবশ্য সভাপতি হিসেবে পদে বসলেও গাঙ্গুলী দায়িত্ব পালন করতে পারবেন ১০ মাস। তার পরে লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী তিন বছরের জন্য বাইরে থাকতে হবে প্রশাসনিক কার্যক্রম থেকে। গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য বা জাতীয় পর্যায়ে কেউ টানা ছয় বছর দায়িত্ব পালন করলে বাইরে থাকার এই নিয়ম রাখা হয়েছে।

জানা গেছে, রবিবার মুম্বাইয়ে অনানুষ্ঠানিক সভাতে হয় এসব সিদ্ধান্ত। যার আয়োজক ছিলেন শ্রীনিবাসন! আরও জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে গাঙ্গুলী ও আইপিএল প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করেন সাবেক এই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। পরে তাকে সমর্থন করেন বাকিরা।−ক্রিকইনফো।

247 Views

আরও পড়ুন

টেকনাফে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তিকাল
ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল বাতিঘরের চিরপ্রস্থান

রোজার সময় তুষার আমাকে আপত্তিকর কথাটি বলে: নীলা ইসরাফিল

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত রাজনৈতিক দলগুলো

ইসরায়েলকে হুঁশিয়ারি : ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ: শবনম ফারিয়া

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা