ক্রীড়া ডেস্ক :
বিশ্বকাপ বাছাইয়ে উড়ছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়াসকে ছাড়াই বলিভিয়ার মাঠেই ওদের হারালো এক হালি গোলে। জোড়া গোল করে আলো কেড়েছেন রিচার্লিসন।
সেই সঙ্গে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডকে নিজেদের দখলে নিয়েছে ব্রাজিল। একই সঙ্গে নিশ্চিত করলো শীর্ষে থাকা।
এই জয়ে ১৭ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট হলো ৪৫। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার ৪৩ পয়েন্ট ছিল আগের রেকর্ড।
লা পাজে ফুটবলারদের দম নিতেই যেখানে কষ্ট হয় সেখানে স্বাগতিকদের নিয়ে রীতিমত ছেলে খেলায় মেতেছিলো ব্রাজিল। ম্যাচের শুরুতেই পাকেতার গোলে এগিয়ে যায় সেলেসাওরা।
গোলে দারুণ অবদান গিমারেসের। মাঝমাঠে বল পেয়ে সঙ্গে লেগে থাকা হোসে কারাসকোকে এড়িয়ে রক্ষণচেরা পাসে খুঁজে নেন পাকেতাকে। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তিনি।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। ফাবিনিয়োর কাছ থেকে ডান প্রান্তে বল পেয়ে এন্টনি স্কয়ার পাস দেন রিশার্লিসনকে। টোকায় বাকি কাজ সারেন অরক্ষিত এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ানোর আভাস দেয় বলিভিয়া তবে তাতে কাজ হয়নি। বরং গিমারেসের গোলে ব্যবধান বেড়ে হয় ৩-০। দারুণ ভলিতে দেশের হয়ে নিজের প্রথম গোলটি করেন গিমারেস।
ম্যাচের একেবারে শেষ সময়ে রিচার্লিসনের দ্বিতীয় গোলে হালি পূর্ণ করে ব্রাজিল। আর্থারের শর্ট স্বাগতিকদের একজনের গায়ে লেগে এলে দূরের পোস্টে পেয়ে যায় অরক্ষিত এই ফরোয়ার্ড। আলতো টোকায় বাকিটা সারেন তিনি।