ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বাদ পড়েছেন রিয়াদ, টেস্টে ফিরছেন তাসকিন-মুস্তাফিজ

প্রতিবেদক
নিউজ ভিশন
১৬ ফেব্রুয়ারি ২০২০, ৮:১৩ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা
আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকমণ্ডলী। পাকিস্তানের বিপক্ষে গত টেস্ট ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও তিনজন। আজ বিকেলে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। স্কোয়াডে ফিরেছেন তাসকিন, মুস্তাফিজ এবং দুই চমক ইয়াসির আলী ও হাসান মাহমুদ। তাছাড়া নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন দলের নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ।

গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল টেস্ট দল থেকে বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজকে দল ঘোষণা করে গুঞ্জনকে বাস্তবিকতায় প্রমাণ দিলো নির্বাচকরা। সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে রিয়াদের ব্যাট কথা না বলায় দল থেকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। ক্রীড়া মহলে গুঞ্জন ছিল, মাহমুদউল্লাহকে টেস্ট থেকে অবসর নিতে বলেছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। কিন্তু নির্বাচক নান্নু গণমাধ্যমের সামনে তা অস্বীকার করেন। রিয়াদ সম্পর্কে ‘বাদ’ নয় বরং ‘বিশ্রাম’ শব্দটি তুলে ধরেন।

মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও গত টেস্ট দল থেকে বাদ পড়েন আলআমিন, রুবেল, সৌম্য। গত টেস্টে তিন উইকেট নিলেও নির্বাচক এবং কোচের মন ভরাতে পারেননি রুবেল। যার ফলে আসন্ন টেস্ট দল থেকে বাদ পড়েছেন। রুবেলের বাদ পড়া নিয়ে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,

‘তাসকিন চোটে থাকায় রুবেলকে গত টেস্টে ব্যাকআপ পেসার হিসেবে নেওয়া হয়েছিল। আলআমিন চোটে পড়ায় রুবেলকে পাকিস্তানে খেলানো হয়। আর টিম ম্যানেজমেন্ট থেকে রুবেলকে বলা হয়েছে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ আছে। সে এখন থেকে সাদা বল নিয়ে মনোযোগী হোক।’

বিসিবি থেকে ঘোষিত স্কোয়াড

আল আমিন ইনজুরির জন্য নেই স্কোয়াডে। বিয়ের জন্য ২৯ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য সরকার। ফলে তিনিও যে দলে থাকছেন না, এটাই অনুমিত ছিলো। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিছুদিন আগে প্রধান নির্বাচক নান্নু মুশফিককে ঘরোয়াতে প্রমাণ দিয়ে দলে আসতে বললেও আজ কথার মোড় ঘুরিয়ে নেন। মুশফিক সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন,

‘মুশফিক আমাদের ওয়ান অব দ্যা বেস্ট খেলোয়াড়। ও পাকিস্তানে যায়নি তবে জিম্বাবুয়ের সাথে খেলতে চাচ্ছে। এখানে দ্বিমত পোষণের কিছু নেই।’

মুশফিকের সাথে ফিরেছেন তাসকিন, মুস্তাফিজও। তাসকিন আহমেদের পাকিস্তান টেস্টে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে যেতে পারেননি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন, বিসিএলে ভালো করেছেন বলেই তাসকিনকে নেওয়া। কিছুদিন আগে মোস্তাফিজের টেস্ট ফর্ম নিয়ে সমালোচনা করেছেন জাতীয় দলের হেড কোচ। বলেছিলেন, টেস্ট দলে আপাতত ফিজকে বিবেচনাই করছে না ম্যানেজমেন্ট। কিন্তু কয়েকদিনের ব্যবধানে তা পাল্টে গেলো। টেস্ট আবার কেন ফিরেছেন মুস্তাফিজ? নির্বাচক নান্নু উত্তর দিতে গিয়ে বলেন,

‘আমাদের নির্বাচক প্যানেল থেকে এ কথা বলা হয়নি (লাল বলে মুস্তাফিজকে বিবেচনায় রাখছিনা)। কোচ এটা চিন্তা করেছিল। কিন্তু আমরা চিন্তা করছি বিসিএলে মোস্তাফিজ যেভাবে আগের মতো বল করছে, এখন তাকে লাল বলে বিবেচনা করা যায়। আজকে সকালেই কোচের সাথে এটা নিয়ে আমার কথা হয়েছে। আমরা তখনই অন্তর্ভূক্ত করেছি।’

পরিসংখ্যান অনুযায়ী ফিজ বিসিএলে ৫ ইনিংসে ৮০ ওভার বল করে ২৫২ রান দিয়ে নিয়েছেন মাত্র ৭ উইকেট।

টেস্টে দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন ইয়াসির আলী রাব্বি এবং পেসার হাসান মাহমুদ। চলমান ঘরোয়া লীগে ভালো করায় ডাক পেয়েছেন ইয়াসির আলী। তাছাড়া ভালো গতিতে নিয়মিত বল করতে পারায় দলে ডেকেছেন হাসান মাহমুদকেও। এর আগেও জাতীয় দলের অন্য ফরমেটে ডাক পেয়েছিলেন রাব্বী এবং হাসান। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি।

একনজরে টেস্ট স্কোয়াডঃ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেট কিপার), তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, নাইম হাসান, এবাদত হোসেন,  তাসকিন আহমেদ,  মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি।

318 Views

আরও পড়ুন

মানবাধিকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৬ নং ওয়ার্ড জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে দায়িত্ব পেলেন যারা

চকরিয়ায় জয়িতা সম্মাননায় ভূষিত নারী সংগঠক রুনা আক্তার

জয়িতা পদক অর্জন: এক অনন্য সম্মান
সমাজ উন্নয়ন অসামান্য অবদান “ক্যাটাগরিতে” জয়িতা সম্মাননা পেয়েছেন ফেন্সি

কাপাসিয়ায় দূর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে ব্র‍্যাকের নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ফসল রক্ষা বাঁধ নির্মাণে শান্তিগঞ্জের দুই ইউনিয়নে গণশুনানি

সীমান্তহত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব