ডি এইচ মনসুর,আনোয়ারা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)
জেলা পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা ফুটবল একাদশ৷
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর পোর্ট শামসুজ্জামান স্টেডিয়ামে জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে দক্ষিণ অঞ্চল আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা ফুটবল একাদশ বনাম উত্তর অঞ্চল রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা ফুটবল একাদশ। এতে রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা মহিলা ফুটবল একাদশকে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা মহিলা ফুটবল একাদশ ৩-০ গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল একাদশের হয়ে মিলি ২টি ও আফসানা ১টি করে গোল করেন।
শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) শংকর রঞ্জন শাহা পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ ও অধিনায়ক টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছে সাদিয়া তাবাসসুম মিলি এবং টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে আফসানা খানম।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০